Tumi Jodi Nodi Hou (তুমি যদি নদী হও) Lyrics By Nagar Baul James


শিরোনামঃ তুমি যদি নদী হও
কন্ঠঃ জেমস
অ্যালবামঃ দুঃখিনী দুঃখ করো না

Tumi Jodi Nodi Hou (তুমি যদি নদী হও) Lyrics By Nagar Baul James : Lyrics

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ

আমার চাতক চোখে
তুমি হবে দূরের আকাশ

তুমি রাজ রাঙ্গা গোধূলী হলে
আমি হব সন্ধ্যা কবি
আবীর রং এ রাখবো তুলে
তোমার লাজুক হাসি

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর

যদি তুমি সাগর নুড়ি হও
আমি হব ঝিনুক সৈকত
যদি তুমি রাতের আঁধার হও
আমি হব প্রভাত পাঞ্জেরী

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর

তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ

Post a Comment

0 Comments