Agni Shajey - Lyrics By Arfin Rumi




Song: Agni Shajey
Singer: Arfin Rumi
Tune: Arfin Rumi
Music: Arfin Rumi
Lyrics: Arfin Rumi


অগ্নি সাজে (লিরিক্স) - আরফিন রুমি

নিশি যায় যাতনায়
ঘুরে তোর ভাবনায়
এ লগন কি দহন জানে মন
কি কারণ সুরহীন এ জীবন

আমি পুড়ে পুড়ে খাঁটি হয়ে
অগ্নি সেজে আছি তুই দেখবি বলে
পার করে নেয়না এবার
কত ভাসাবি আর অথৈই জ্বলে(২)

কি স্বপন জাগরণ
হেটে যায় তোর পিছন
বাধাঁহিন হয়ে প্রাণ
চায় কাছে তোকে সারাক্ষণ(২)

আমি পুড়ে পুড়ে খাঁটি হয়ে
অগ্নি সেজে আছি তুই দেখবি বলে
পার করে নেয়না এবার
কত ভাসাবি আর অথৈই জ্বলে(২)

কি নিয়ম অনিয়ম
ভালোবাসার আলাপন
শোনেনা বারণ প্রেম
চায় জোচনা রাংগাক্ষণ(২)

আমি পুড়ে পুড়ে খাঁটি হয়ে অগ্নি
সেজে আছি তুই দেখবি বলে
পার করে নেয়না এবার
কত ভাসাবি আর অথৈই জ্বলে(২)

নিশি যায় যাতনায়
ঘরে তোর ভাবনায়
এ লগন কি দহন জানে মন
কি কারণ সুরহীন এ জীবন(২)

আমি পুড়ে পুড়ে খাঁটি হয়ে অগ্নি
সেজে আছি তুই দেখবি বলে
পার করে নেয়না এবার
কত ভাবাসি আর অথৈই জ্বলে(২)

আরও দেখুন: Bhule Jete Shikhini 

Post a Comment

0 Comments