Jatra (যাত্রা) Lyrics By Nagar Baul James


শিরোনামঃ যাত্রা
কন্ঠঃ জেমস
কথাঃ দেহলভী
সুরঃ জেমস
ব্যান্ডঃ ফিলিংস্
অ্যালবামঃ নগর বাউল

Jatra (যাত্রা) Lyrics By Nagar Baul James : Lyrics

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পাল হবে দেখে যা দেখে যা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

Post a Comment

0 Comments