Raat Name Du Chokhe – Song Lyrics (রাত নামে দু চোখে)



Raat Name Du Chokhe – Song Lyrics (রাত নামে দু চোখে) – Raju Uncle Movie Song – Sonu Nigam


রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী, নীল পরীর কল্পনায় (x2)
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী নীল পরীর কল্পনায়।
জোনাকী জ্বলে আর নিভে যায়
রাত পাখি আঁধারে ডেকে যায়
প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
জাগেরে তারারা কি আশায়,
জাগেরে তারারা কি আশায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
সেই আশায় দিন আমার কেটে যায়
ফুটবে যে কবে ফুল ভরষায় (x2)
সুখেরি সেই দিন, আসবে যে একদিন
দিন গোনে মন যে তাই আলো ছায়ায়,
দিন গোনে মন যে তাই আলো ছায়ায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।
রাত নামে দুচোখে ঘুম জড়ায় লিরিক্স :
Raat Naame Du-chokhe Ghum Jorai
Lalpori Nilporir Kolponay
Shopneri Deshete Cholo Jai Eksathe
Jekhane Chand-Mama Gaan Shonay
Rat Naame Du-Chokhe Ghum Joray

Jonaki Jole Aar Nive Jay
Raat Pakhi Adhare Deke Jay
Prohore Prohore Akashe Oi Dure
Jage-re Taara-ra Ki Ashay
Swapneri Deshete Cholo Jai Eksathe
Jekhane Chand-Mama Gaan Sonay
Sei Ashay Din Amar Kete Jay
Futbe Je Kobe Ful Voroshay
Sukheri Sei Din, Asbe Je Ekdin
Din Gone Mon Je Tai Alo Chayay

Post a Comment

0 Comments