শিরোনামঃ তুমি জানলে না
কন্ঠঃ জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ পিয়ানো
Tumi Janle Na (তুমি জানলে না) Lyrics By James : Lyrics
তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বোঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না
তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
1 Comments
Thank you for sharing this. Please visit SGMp3Songs to get Monta Vison Kade, Samz Vai song Lyrics.
ReplyDelete