Tumi Janle Na (তুমি জানলে না) Lyrics By James


শিরোনামঃ তুমি জানলে না
কন্ঠঃ জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ পিয়ানো

Tumi Janle Na (তুমি জানলে না) Lyrics By James : Lyrics


তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা

পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বোঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না

তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)