Taray Taray (তারায় তারায়) Lyrics Nagar Baul James


শিরোনামঃ তারায় তারায়
কথাঃ শ্রদ্ধেয় কবি শামসুর রাহমানের “উত্তর” কবিতা অবলম্বনে
কন্ঠঃ জেমস
সুরঃ জেমস
ব্যান্ডঃ ফিলিংস
অ্যালবামঃ নগর বাউল

Taray Taray (তারায় তারায়) Lyrics Nagar Baul James : Lyrics

সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে
বলতে পার
“এই আকাশ আমার”
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো
“আমি একান্ত তোমার”
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যত খুশি বলতে পার
“এই ফুল আমার”
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

জ্যোৎস্না লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পার
“এই জোছনা আমার”
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
“আমি থাকবো না নির্বাক”
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।

Post a Comment

0 Comments