Jadukor - Lyrics By Pritom Hasan


শিরোনামঃ জাদুকর
কন্ঠঃ প্রীতম হাসান
কথাঃ রাকিব হাসান রাহুল
সুরঃ প্রীতম হাসান


Jadukor - Lyrics By Pritom Hasan : Bengali

তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমিতো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে।
মনে এক রাশি প্রেম হাতে হারমোনিয়াম,
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম।
এই বোকার শহরে আমি একা জাদুকর এসেছি প্রেম ছড়াতে।

যদি আজকেই তুই না দিস দেখা এই মনের পাড়াতে,
তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে।

বুঝতেও পারবিনারে বশ করবো তুড়িতে,
সবক’টা পথ খোলা রবে তবু পারবি না যেতে তুই,
পারবিনা যেতে তুই।

আঙুল নেড়ে সুর তুলে জড়িয়ে ফেলি মায়াতে,
সবকটা পথ খুলে দেবো তবু পারবেনা যেতে কেউ,
পারবেনা যেতে কেউ।

যদি আজকেই তুই না দিস দেখা এই মনের পাড়াতে,
তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে

Post a Comment

0 Comments