Asho Mama He - Lyrics By Pritom Hasan Ft. Kuddus Boyati


শিরোনামঃ আসো মামা হে
কন্ঠঃ প্রীতম হাসান / কুদ্দুস বয়াতি
কথাঃ সমশ্বের আলী
সুরঃ প্রীতম হাসান
অ্যালবামঃ প্রীতম


Asho Mama He - Lyrics By Pritom Hasan Ft. Kuddus Boyati

প্রেমেতে রাত কানা দিন কানা ডিজিজে,
ফেসবুকে পোক মারে চোখ মারে মেসেজে
গাড়ি নিয়া ভাবে থাকে জেলে মাথা কুল রাখে,
রোমিও আছে যতো রে
খোলা চুলে উড়ে চলে কাঁদে ঠিকি ভুল হলে,
এঞ্জেল আছে যতো রে
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত,
খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমোশনের ফুল ঝুরি কমে যায় দিন দিন,
লাগে একা একা রে
আসো মামা হে চিনে যাও ঢাকারে,
তুমি বুঝে নাও ভাল থাকা কে ।

ও মামু তুমি কৈ লইয়া আইলা আমারে,
মানুষ তো না সবি যন্ত্রপাতি আহারে
বড়লোকে চুরি করে গরিব না খাইয়া মরে,
কেউতো কাওরে দেখে না
ভেজালে ভরা খাবার খাইতাসে প্রতিদিন ,
জাইনাও যেন জানে না
আর ওই সিন্ডিকেটের ফাঁদ ফালাইয়া
আঙ্গুল ফুইলা কলা গাছ, হইসে কত জনে রে
মানুষ মানুষ আর নাইরে মামু সব এখন,
স্বার্থপর টেকার ধান্দায় মরে রে
এইদিন সেইদিন আর দিন নাইরে,
টিকিটটা কাইট্টা দাও দেশের বাড়ি যাইরে।

আরে শোনেন শোনেন ভাইবোনেরা শোনেন দিয়া মন,
এইবার বাউলের সাথে হিপ হপ বিটের হইল যে মিলন
আরে তালি মারো তালি মারো বিটের তালে তালে,
বাউল এখন ডিজিটাল ২০১৬ সালে।
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত,
খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমোশনের ফুল ঝুরি কমে যায় দিন দিন,
লাগে একা একা রে
আসো মামা হে চিনে যাও ঢাকারে,
টিকিটটা কাইট্টা দাও দেশের বাড়ি যাইরে।

Post a Comment

0 Comments