Sobar Durga Maa – Lyrics By Kumar Sanu

Sobar Durga Maa -Lyrics By Kumar Sanu




Song : Sobar Durga Maa
Singer: Kumar Sanu
Composed & Lyrics : Shovan Ganguly
Label: Asha Audio
Sobar Durga Maa – Bengali Lyrics
ঘাটে যে পড়লো কাঠি
হয়ে যাই জামজমাটি,
আলোরি খুসির রঙ সব
ধুনঠি নাচের তালে
নাচে মন সাত সকালে,
আমাদের এ পুজো উৎসব
বাংলা মাতুক আবার
পোশাকের রঙিন বাহার
ভুলে যাই আপন কে পর
রম রমা মজাতে ভাই
প্রান খুলে নাচুক সবাই
মেতে যাই বাঙালিদের ঘর
বাজারে বাজারে বাজা
ঠাক ঠোল কাসর বাজা (২)
পুজোর সাজে এলোরে আজ মা…
সে যে সবার দুর্গা মা…
মাগো তোমার আগোমনে
ঘরে ঘরে খুশি থাক
হৃদয় জুড়ে থাকলে আসুক
সব অন্ধকার ভুলে যাক
ছন্দে তে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশবন
শত দেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন
বাজারে বাজারে বাজা
ঠাক ঠোল কাসর বাজা (২)
পুজোর সাজে এলোরে আজ মা…
সে যে সবার দুর্গা মা…

Post a Comment

0 Comments