Sada Kalo Prem | Lyrical Song | Bappy Chowdhury | Amiya Ami | Dongiri Bangla Movie 2019
Song: Sada Kalo Prem
Singer: Imran And Porshi
Lyrics: Kabir Bakul
Music: Emon Shaha
Sada Kalo Prem (Dongiri) - Lyrics By Imran And Porshi : Bengali
নিলছে আকাশ, মিলছে ও চোখ (২বার)
অনন্ত কাল তোমার আমার
ভালবাসা হোক
সূর্য ডুবে উঠবে ও চাঁদ
ভালবাসার অনন্ত স্বাদ
হবে বাধা এ প্রেম
তোমার আমার, আমার তোমার
সাদা কালো প্রেম (২বার)
মেঘ পালকিটা নিয়ে যাবে
আমার তোমার দেশে
যখন তখন দুটি হৃদয়
নেবে কাছে এসে
প্রতিটি রাত প্রতিটি দিন
তোমার ও মুখ হবো রঙিন
হবে বাধা এ প্রেম
তোমার আমার, আমার তোমার
সাদা কালো প্রেম (২বার)
পড়েনাতো পলক যখন
তাকাই তোমার দিকে
এক পৃথিবীর একটাই জীবন
দিলাম তোমাই লিখে
মুখোমুখি দুজনার চোখ
ভালবাসার কি অপরুপ
হবে বাধা এ প্রেম
তোমার আমার, আমার তোমার
সাদা কালো প্রেম (২বার)
0 Comments