Haste Dekho Gaite Dekho - Lyrics By Ayub Bacchu



Haste Dekho Gaite Dekho - Lyrics By Ayub Bacchu (LRB)

হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
আমার সুরের বুকে, কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে, নোনা ছবি আকে
আমার গল্প শুনে, হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি, আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি, কত সুখ দিলাম
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
আমার গানে আঁকা, নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি, চেনে নিরব শহর
ডাকার কথা যাদের, ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি, পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি-ই, যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে...
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে...
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে...

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)