Doyel Pakhi Konna Re (দোয়েল পাখি কন্যা রে) - Momtaz ft. Pritom Hasan



শিরোনামঃ দোয়েল পাখি কন্যা রে
কন্ঠঃ মমতাজ বেগম
কথাঃ রাকিব হাসান রাহুল
সুরঃ প্রীতম হাসান
মুভিঃ দেবী


Doyel Pakhi Konna Re (দোয়েল পাখি কন্যা রে) - Momtaz ft. Pritom Hasan : Bengali

নতুন ঘরে যায়, আয় দেইখা যা
নতুন ঘরে যায়, আয় দেইখা যা

মায়াবতী কন্যা রে, শালুক ফোটা ফুল রে,
রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে
আয় দেইখা যা
আয় দেইখা যা

দোয়েল পাখি কন্যা রে, লাউয়ের ডগা হাত রে,
আতা গাছে তোতা গান গায় তারে দেইখা রে
আয় শুইনা যা
আয় দেইখা যা

ও কচি কলাপাতা নরম তার, হলুদ মাখা গায়,
ও সুন্দরী কন্যা আইজ আমগো নতুন ঘরে যায়,
আয় দেইখা যা

নতুন ঘরে যায়, আয় দেইখা যা

জানি না জীবন কখন কোথায় লইয়া যায় রে,
শুধু চাই আমগো কন্যা যেনো সুখী হয় রে
যেনো ব্যথা না লাগে তার শিমুল তুলা মনে
কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে,
অঙ্গ দোয়া নিয়া যা,
যা নিয়া যা

আমার দু’চোখের মনি যে নিয়া যায় রে,
সে জানি সারাজীবন তারে দেইখা রাখে।
হাতে মেহেদী লাগায়, সাথে আলতা রাঙা পায়,
ও সুন্দরী কন্যা আইজ আমগো
নতুন ঘরে যায়

আয় দেইখা যা

নতুন ঘরে যায়, আয় দেইখা যা
নতুন ঘরে যায়, আয় দেইখা যা

Post a Comment

0 Comments