Song: Chair Amar Bahaduri - চেয়ার আমার বাহাদুরি
Tune & Singer: Nur NobiSpecial thanks : Masnun Hossain Zaif, Rashed Ahmed Shaon
Music: Abrar Fahim
Idea, Lyrics, produced by : Shantonu Kaisar
Thumbnail : Sheikh Safat Ahmed
Chair Amar Bahaduri - Lyrics (চেয়ার আমার বাহাদুরি) Bangla Rap Song : Bengali
রাজতন্ত্র গত হয়েছে
তাতে আমার কি
আমি একবিংশ শতাব্দীর
নতুন রাজা বনেছি।
আমার পেটেও বিদ্যা ছিল,
ছিল না টাকার জোর।
আমি বিদ্যা ফেলে অ-স্ত্র ধরে দেখেছি নতুন ভোর।
এই রাজ্যের সবাই বোবা
ঘুনে ধরা পচা রো গা
লা শ হয়ে বেঁচে থাকা
গণতন্ত্র উই পকা
সৌন্য আমার ভুরি ভুরি
যা ইচ্ছা করে চু রি
বুঝেও চুপ করে থাকি
চেয়ার আমার বাহাদুরি
বাহাদুরি
বাহাদুরি
চেয়ার আমার বাহাদুরি
পাশের রাজ্যের রাজা আসে
নিয়ে যায় ঠেসে ঠেসে
সব বুঝে চুপ করে থাকি
চেয়ার আমার বাহাদুরি
আমার ইশারাতে উঠে বসে হাজার ছেলে
একশ টাকার তেহারিতে এসব পোলা মিলে
কু ত্তার মতো লেজ নাড়ে, যা বলি তারা শোনে
কুকু ররে টাকা দিলে বাপের চোখে দেখে
রাজার চেয়ারে তো কিছু চেলা পেলা লাগে
প্রজাতন্ত্রী সরকারের বিশাল হোতা আমি।
বিলাসবহুল বাড়ি, গাড়ি কোটি টাকা দামি।
প্র জারা সব বোকা
আমি ব্যাংক করসি ফাঁকা
উপরে দিয়া রং মাখা
ভিতর দিয়া করে খাখা
চলে আমার গাড়ির চাকা
উড়ি আমি একা একা
পদে পদে দিচ্ছি ধোকা
পারলে কেউ আমায় ঠেকা
পারবি না
পারবি না
থামাইতে তো কেউ আমারে পারবি না
কারণ
এই রাজ্যের সবাই বো বা
ঘুনে ধরা পচা রো গা
লা শ হয়ে বেঁচে থাকা
গণতন্ত্র উই পকা
সৌন্য আমার ভুরি ভুরি
যা ইচ্ছা করে চু রি
সব বুঝে চুপ করে থাকি
চেয়ার আমার বাহাদুরী
বাহাদুরি বাহাদুরি
Chair Amar Bahaduri - Lyrics (চেয়ার আমার বাহাদুরি)
Raajtontro Goto Hoyeche
Tate Amar Ki
Ami Ekobingsho Shotabdir
Notun Raja Bonechi.
Amar Pete Bidda Chilo
Tobe Chilona Takar Jor
Ami Bidda Fele
Ostro Dhore Dekhechi Notun Vor
Ei Rajjaer Shobi Boka Ghune Dhora Pocha Roga
Shonno Amar Vuri Vuri
Ja Iccha Kore Churi
Chair Amar Bahaduri
Chair Amar Bahaduri
0 Comments