Beainshab - Lyrics By Pritom Hasan ft. Protik Hasan



শিরোনামঃ বিয়াইনসাব
কন্ঠঃ প্রতীক হাসান / নাওমি
কথাঃ প্রীতম হাসান / প্রতীক হাসান
সুরঃ প্রীতম হাসান
সঙ্গীতায়োজনঃ প্রীতম হাসান


Beainshab - Lyrics By Pritom Hasan ft. Protik Hasan : Bengali

এই যে বিয়াইনসাব, ভাব নিয়েন না
এতো গুলা বিয়াই যেনো দেইখাও দেখেননা
আরে এই যে বিয়াইনসাব, মাইন্ড খাইয়েননা
কালা চশমা পড়লে কিন্তু বেইল পাবেননা

একেতো রূপের আগুন
আর আপনার ফাঁপর দ্বিগুণ
মনের দয়া মায়া সব কি আপনার
ভেংটি ব্যাগে রাখছেন
আপনে দেখতে ঝাক্কাস
শুনছি নাচেন ভালো
তবে আজকের দিনের ড্যান্স ফ্লোর
কেন থাকবে খালি

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি

আমরা ডিজিটাল পোলা
যার কোটি টাকা তোলা, তা কে না জানে
মন যদি রাখেন খোলা
দেব হালকা প্রেমের দোলা
খবর যাবে কানে কানে

কোটি টাকা দিয়ে এই মন পাইবেন না
মন পেতে গাইতে হবে প্রেমের গান
দূর থেকে চোখ মেরে লাভ হবে না
অন্তরে থাকতে থাকতে হবে ভালোবাসার টান

আরে আপনার কুটু-কুটু প্রেমের গুল্লি মারেন
আজকের দিনে সফ্‌ট গানগুলা ফালান দিয়া ঝাক্কি
শুনছি বাসায় নাকি নাচের প্র্যাকটিস করেন
তবে আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে নাকি?

তাই তো আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা
ডিজে আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি হেভি বিটে
গান ছাড়ছি

Post a Comment

0 Comments