Ayna - Lyrics By Arman Alif


শিরোনামঃ আয়না
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
কম্পোজিশনঃ শিব শংকর


তুমি আয়না দেখো না
তুমি আয়না দেখো না
তুমি আমায় খোঁজো না
আয়নায় আমায় খোঁজো না
তুমি সইতে পারবে না
তুমি রইতে পারবে না
কিছু বলার থাকবে না
কিছু করার থাকবে না

ঐ আয়নায় যদি খুঁজে ফেরো তুমি আমাকে
তবে পুড়তে পুড়তে পুড়েই ফেলবে তুমি তোমাকে…

তুমি আয়না দেখো না
তুমি আয়না দেখো না
তুমি আমায় খোঁজো না
আমাকে খুঁজলে পাবে না

একটার পরে একটা পুড়ছে
আমার প্রিয় সুখ
ধোঁয়া এখন হচ্ছে আপন
পুড়ছেরে এই বুক
তুমি আর ভেবো না আর খোঁজনা এই আমাকে
আমি এখন নষ্ট বড় তোমার অভাবে

একটার পরে একটা পুড়ছে
আমার প্রিয় সুখ
ধোঁয়া এখন হচ্ছে আপন
পুড়ছেরে এই বুক
তুমি আর ভেবো না আর খোঁজনা এই আমাকে
আমি এখন নষ্টরে মেয়ে তোমার অভাবে

তুমি আয়না দেখো না
তুমি আয়না দেখো না
তুমি আমায় খোঁজো না
আয়নায় আমায় খোঁজো না
তুমি সইতে পারবে না
তুমি রইতে পারবে না
কিছু বলার থাকবে না
কিছু করার থাকবে না

ঐ আয়না দেখে অবাক হবে
ভাঙবে বোকা ভুম
আমি হঠাৎ করে ঘুমিয়ে যাবো
ভাঙবে না সেই ঘুম
আমার হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া
কাঁদাবে তোমায় খুব
তোমার ঘুম হারানোর অসুখ হবে
পুড়ে যাবে সব সুখ

তুমি আয়না দেখো না
তুমি আয়না দেখো না
তুমি আমায় খোঁজো না
আয়নায় আমায় খোঁজো না
তুমি সইতে পারবে না
তুমি রইতে পারবে না
কিছু বলার থাকবে না
কিছু করার থাকবে না

তুমি আয়না দেখো না
তুমি আয়না দেখো না
তুমি আমায় খোঁজো না
আয়নায় আমায় খোঁজো না…

Post a Comment

0 Comments